Wednesday, 21 August 2019

তৃণমূলের সাথে শুধু পুলিশ আর গুন্ডা" : প্রতিবাদ মিছিলে এসে বললেন সাংসদ অর্জুন সিংহ



"তৃণমূলের সাথে শুধু পুলিশ আর গুন্ডা" : প্রতিবাদ মিছিলে এসে বললেন সাংসদ অর্জুন সিংহ #khabarbangla24,

নৈহাটিতে বিজেপি নেতা তথা কাউন্সিলর গণেশ দাসকে গ্রেফতারের প্রতিবাদে নৈহাটিতে প্রতিবাদ মিছিলে হাঁটলেন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র, নৈহাটি মন্ডল সভাপতি সহ বিজেপির  অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। মিছিল শেষে নৈহাটির সাহেব কলোনি মোড়ে একটি জনসভার আয়োজন করা হয়। সেখানেই তৃণমূল সরকার ও রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র ভাষায় প্রতিবাদ জানান বিজেপি নেতা তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
প্রতিবাদ সভা শেষে মুখোমুখি কি জানালেন সাংসদ??

Thursday, 13 June 2019